মাংসাশী প্রাণী কমে যাচ্ছে
সিংহ, নেকড়ে, ভালুকসহ বিশ্বের বড় আকারের মাংসাশী প্রাণীগুলোর তিন-চতুর্থাংশই সংখ্যার দিক দিয়ে হ্রাসের সম্মুখীন। নতুন একটি গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। প্রভাবশালী বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত ওই গবেষণার তথ্য-উপাত্তে দেখানো হয়েছে, ওই মাংসাশী প্রাণীগুলোর বেশির ভাগেরই সংখ্যা অর্ধেকের নিচে নেমে এসেছে। আবাসস্থল হারানো, মানুষের হাতে শিকার হওয়া এবং মানবসৃষ্ট অত্যাচারসহ কয়েকটি কারণ বিশ্বব্যাপী বন্য প্রাণীগুলোর এই করুণ পরিণতির জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। গবেষকেরা বলছেন, এসব প্রজাতি হারিয়ে...
Posted Under : Health News
Viewed#: 20
See details.

